
ফড়িংরাজায় আপনাকে স্বাগতম

পিয়ারসন এডেক্সেল ‘ও’ লেভেল পরীক্ষা জুন ২০২২ চেইঞ্জেস স্কুলের অভাবনীয় ফলাফল গত ২৫ আগষ্ট প্রকাশিত হল আইজিসিএসই ‘ও’ লেভেল জুন ২০২২ সেশনের ফলাফল। প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশে এই পরীক্ষায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেছে। নারায়ণগঞ্জে পিয়ারসন এডেক্সেল ইউ. কে. কর্তৃক রেজিষ্ট্রেশনকৃত স্কুল চেইঞ্জেস এর ৯ জন শিক্ষার্থী অভাবনীয় সাফল্য অর্জন করেছে। চেইঞ্জেস স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার মানের ব্যাপারে যথেষ্ঠ সচেতন। চেইঞ্জেস প্রতিজ্ঞাবদ্ধ আলোকিত মানুষ গড়ায়। চেইঞ্জেস স্কুলের ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের পরিচর্যায় হয়ে ওঠেছে মেধাবী, দক্ষ ও আত্ম নির্ভরশীল। যার কারনে চেইঞ্জেস স্কুলের ছাত্র-ছাত্রীরা পেয়েছে সাফল্য জনক ফলাফল। প্রকাশিত ফলাফলে চেইঞ্জেস স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ অসামান্য ফলাফল করেছে। যারা এই অভাবনীয় ফলাফল করেছে তারা হলো- আর রাফি আরিয়ান (৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৯টিতেই এ স্টার, মাহবুবুল হক নাহিয়ান (১০টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৯টিতে এ স্টার ও ১টিতে এ), তীর্থ কুমার দে (১০টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৮টিতে এ স্টার ও ২টিতে এ, তানিশা তারান্নুম (৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৭টিতে এ স্টার ও ২টিতে এ), তিথি কর্মকার (৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৮টিতে এ স্টার), তাশফিয়া বাশার (৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৫টিতে এ স্টার ও ৩টিতে এ), শর্মিলা রোকসার (৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৪টিতে এ স্টার ও ২টিতে এ), এছাড়া তাসনিম মুবাশি^রা সুকন্যা (৫টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৪টিতে এ স্টার ও ১টিতে এ) ও আহনাফ ইশরাক উপল (৮টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৪টিতে এ স্টার ও ১টিতে এ )। এই ফলাফল সম্ভব হয়েছে ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, স্কুলের প্রতিভাযশ শিক্ষকদের সার্বক্ষনিক তত্ত¡াবধানের ফলে। ভবিষ্যতে চেইঞ্জেস এর শিক্ষার্থীরা এর চেয়েও ভালো ফলাফল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এ ফলাফলে স্কুলের অভিভাবকসহ নারায়ণগঞ্জের সুধী সমাজ সন্তোষ প্রকাশ করেন এবং চেইঞ্জেস কর্তৃপক্ষও কৃতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।
অমর একুশে বইমেলায় ফড়িংরাজা ১যুগ পূর্তি সংখ্যা ২০২১ https://foringraja.com/…/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b…/