ছড়া/কবিতা

ইঁদুর ছানার ছড়া
হাসনাত আমজাদ

ইঁদুর ছানার ই”েছ ভীষণ
ঘুরতে যাবে মার্কেটে
সুযোগ বুঝে পালায় সেদিন
জালের চিকন তার কেটে।

কু ঝিক ঝিক শব্দ তুলে
ছুটছে কেমন রেলখানা
অবাক চোখে তাকিয়ে দেখে
প্রাচীর ঘেরা জেলখানা।

সামনে গিয়ে আস্তে করে
শুধায় সে এক বন্দিকে
মার্কেটে চাই যেতে আমি
পথ বলো না কোন দিকে?

বন্দি তখন হাত উঁচিয়ে
দেয় বুঝিয়ে ইংগিতে
ঐ যে নদী, পার হয়ে যাও
চড়ে বসো ডিঙ্গিতে।

তার কথাটা না মেনে যেই
উঠতে গেলো মোটরে
একটা বিড়াল দেখেই ইঁদুর
লুকোয় গাছের কোটরে।